স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাব ডিজি’র পালকিতে চড়া নিয়ে সমালোচকদের ফেসবুকেই ‘একহাত’

প্রকাশিতঃ 11:34 pm | April 21, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ধরা হয় দেশের ইতিহাসে সেরা ও সফল স্বরাষ্ট্রমন্ত্রী। অতি কথনসহ নানা কারণে অতীতে স্বরাষ্ট্রমন্ত্রীরা বিতর্কিত হলেও বিনয়ী ও নিপাট ভদ্র একাত্তুরের রণাঙ্গণের এ বীর সেনানীকে নিয়ে নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী, আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র‌্যাবের ডিজি বেনজীর আহমেদের পালকিতে চড়া নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন একদল অতি উৎসাহী।

হাতে কোন ইস্যু না থাকায় ‘বেকার’ এ সমালোচকদের ‘একহাত’ নিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই। একজন সিনিয়র সাংবাদিক এ বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস লিখেছেন- “এটা আমাদের সমাজ ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বেমানান বটে। বিশেষ করে কারো কাঁধে চড়া।”

আর তাতেই অগ্নিশর্মা নিয়েছেন খোদ সংবাদকর্মীরাই। তারা ওই সংবাদিক নেতাকে ‘উচিত’ জবাবও দিয়ে দিয়েছেন। দোলায় চড়ার এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দোষের কিছু নেই উল্লেখ করে সাংবাদিক নাদিরা কিরণ লিখেছেন, “একটু অহেতুক মনে হলেও নেতিবাচক বা দৃষ্টিকটূ ভাবার দরকার নেই মনে হয়। মাত্র ক্ষণিকের একটু কাঁধে তোলা।

পালকির চলনও তো ছিল এদেশে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এ আয়োজনে কোনো ভূমিকা নেই। তার হামবড়া ভাবও নেই। বরং র‌্যাব সদস্যরা অতিথিদের সম্মানে নিজ উদ্যোগেই করেছেন মনে করি।”

একই ঘটনাকে খুবই স্বাভাবিক হিসেবেই দেখছেন ইমরান এইচ সুমন নামের আরেক ফেসুবক ব্যবহারকারী। তিনি লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‌্যাবের চেয়ারে বসা নিয়ে যাদের অনেক আপত্তি, তাদের বলছি, আপনারা কখনো রিকশায় উইঠেন না। ভাড়া দেনতো কী হইছে?”

প্রসঙ্গত, শনিবার (২১ এপ্রিল) দুপুরে উত্তরায় র‌্যাবের সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পালকিতে চড়িয়ে গান গাইতে গাইতে মঞ্চে নিয়ে যাওয়া হয়।

এ নিয়েই অতি উৎসাহীরা মন্ত্রী, পুলিশ ও র‌্যাবের দুই শীর্ষ কর্মকর্তাকে নিয়ে অতি উৎসাহী হয়ে আজগুবি ও বিতর্কিত মন্তব্য করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তৎপর বিএনপি-জামায়াত চক্রের সদস্যরা বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের হীন প্রচেষ্টা চালাচ্ছে।

কেউ কেউ এমনও মন্তব্য করেছেন, বিএনপি’র ভাইয়া গ্রুপের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার পর ওদের হাতে কোন কাজ নেই। নিষ্কর্মা দলটি’র অপপ্রচারও হালে পানি পাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাবের ডিজি’র সম্মিলিত প্রচেষ্টা জঙ্গি নেটওয়ার্ক তছনছ করে দিয়েছে। জঙ্গিবাদ দমনে গোটা বিশ্বের ‘রোল মডেল’ হয়ে ওঠেছে বাংলাদেশ। তাদের অপপ্রচারে সচেতন সাধারণ মানুষ কান দেবে না।’

কালের আলো/আরএইচ/এসএ