উত্তরা ইপিজেডে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি
প্রকাশিতঃ 2:19 pm | December 06, 2019
কালের আলো ডেস্ক:
নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে ভেনচ্যুরা লেদার কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা পরিশ্রম করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ‘সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটসহ পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
ইপিজেডের বেশ কিছু শ্রমিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেনচ্যুরা লেদার কারখানার (চামড়া জাত পণ্য তৈরি) কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন একই কারখানার ঝুট চামড়ার গুদামে ছড়িয়ে পড়ে।
ভেনচ্যুরা কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. আতিক আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার কেমিক্যাল গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত, পরে তা ঝুট চামড়ার গুদামে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুদামে আগুন লেগে প্রায় শত কোটি টাকার ক্ষতি হতে পারে।’
কালের আলো/এডিবি