বরিশালে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 8:58 am | December 07, 2019
কালের আলো ডেস্ক:
বরিশালের বানরীপাড়া উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ ওই মরদেহগুলো উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে পুলিশ ওই তিনটি মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহগুলো হলো- রবের মা হলেন মারিয়াম বেগম (৭০), ভগ্নিপতি মো. আলম (৬০) এবং খালাতো ভাই মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাঁদের খুন করা হয়েছে।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।
কালের আলো/এডিবি