মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিতঃ 9:54 am | December 08, 2019

কালের আলো ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোবাবার (৮ ডিসেম্বর) ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা যায়নি। অন্য দুইজন হলেন- উপজেলার দেবীপুর গ্রামের সুপারি ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৫), অটোরিকশা চালক বেলায়েত হোসেন (৩৫)। গুরুতর আহত দু’জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কালের আলো/এডিবি