রংপুরে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 2:13 pm | December 08, 2019
কালের আলো ডেস্ক:
রংপুরে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রংপুর জেলার বোতলা বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা যায়, তিন বছর বয়সী ছেলে ও এক বছর বয়সী মেয়েসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রাজ্জাক নামে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন।
পারিবারিক কলহের জেরে এটা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশের ধারণা; আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
কালের আলো/এডিবি