কোটাবিরোধী আন্দোলনে নৈরাজ্যকারীদের শাস্তি দাবি মুক্তিযোদ্ধাদের
প্রকাশিতঃ 4:10 pm | April 24, 2018
কালের আলো রিপোর্ট:
টাঙ্গাইলের মির্জাপুরে কোটাবিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের সুরক্ষার আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিুর রহমান, মুক্তিযোদ্ধা আম্বর আলী, আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজীব ও মো. সাজ্জাত হোসেন প্রমুখ।
কালের আলো/এসআর