বিপুল পরিমাণ ক্লোন ব্যাংক কার্ডসহ জালিয়াতির ‘মূলহোতা’ আটক

প্রকাশিতঃ 11:28 am | April 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতিতে জড়িত চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ক্লোন করা কার্ড এবং কার্ড তৈরির সরঞ্জামসহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১৫শ’ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রি উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, বুধবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ষিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কালের আলো/এমকে