জাককানইবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:41 am | December 16, 2019
তিতলি দাস, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে জয় লাভ করেছে পপুলেশন সায়েন্স বিভাগ।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় মাঠে আইন ও বিচার বিভাগ এবং পপুলেশন সায়েন্স বিভাগের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় টাইব্রেকারে ৬-৫ গোল পপুলেশন সায়েন্স জয় লাভ করেছে।
নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোন গোল না হওয়ায় খেলাকে ট্রাইবেকারে পরিচালিত করতে হয়। ট্রাইবেকারে প্রথম রাউন্ডে গোলের সংখ্যা সমান হলে প্রত্যেক দলকে আবারো তিনটি করে গোল দেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে পপুলেশন সায়েন্স জয় লাভ করে।
পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক ও দলের মেন্টর মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় পপুলেশন সায়েন্স পরিবার সত্যিই খুব আনন্দিত। দলের প্রতিটি খেলোয়ার কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পেরেছি আমরা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী এবং মাঠের বাইরের সমথর্কদের, যাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিলনা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমীন মাদানী, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ডক্টর মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ,শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ডল, সহকারী পরিচালক শাহ মোহাম্মদ নাজমুল হাসান, সেকশন অফিসার শাহাদুজ্জামান প্রমূখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
ম্যাচ শেষে উক্ত বিভাগের শতাধিক শিক্ষার্থী বিশাল আনন্দ মিছিল করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসকে।
খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কালের আলো/টিডি/এডিবি