ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল `ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’

প্রকাশিতঃ 11:23 pm | December 28, 2017

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলার অন্যতম বৃহত্তম রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বিপিন পার্কে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল তাদের হাতে তুলে দেন।

এসময় সংগঠনটির উপদেষ্টা প্রদীপ ভৌমিক, এইচপিবিবি’র সভাপতি ওয়ারেছ বাবু, ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’র সভাপতি মমিনুর রহমান প্লাবন, সহ-সভপতি মিঠুন সরকার, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আল মাকসুদুল হাসান, সংগঠনিক সম্পাদক নাসির হোসেন, সদস্য উবায়দুল, সোয়াইবা, সাখি, অভি, আবির, মুন্না, মেহেদী, অপু, আলমগীর, আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।