গাজীপুরে ফ্যান কারখানায় আগুন: মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিতঃ 8:48 am | December 17, 2019
কালের আলো ডেস্ক:
গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় আগুনে ১০ জন নিহতের ঘটনায় কারখানা মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন নিহত রাশেদের বাবা কামাল হোসেন।
মামলায় কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে দুর্ঘটনার ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানিয়েছেন, দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, ‘ফ্যাক্টরিটিতে পুরোপুরি অব্যবস্থাপনা ছিল। শ্রমিকাদের নিরাপত্তায় কোন ব্যবস্থাই সেখানে ছিল না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। নিয়ম নীতির বাইরে যে ফ্যাক্টরিগুলো পরিচালিত হচ্ছে সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করে দেওয়া দরকার।’
কালের আলো/এডিবি