৩০ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করবে ঘাতক দালাল নির্মূল কমিটি
প্রকাশিতঃ 7:51 pm | December 18, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিনের কাছে থাকা ৩০ হাজার রাজাকারের তালিকা দেশবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটে এক আলোচনা সভায় একথা জানান তিনি।
তিনি বলেন, ‘৩০ হাজার রাজাকারের তালিকা তো মেজর শামসুল আরেফিনের কাছে আছে। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো তার সঙ্গে কোনো কথাই বলেনি। তো, কালকে আমাদের প্রেস কনফারেন্সে মেজর শামসুল আরেফিন তাঁর বই নিয়ে উপস্থিত থাকবেন। এবং মুক্তিযোদ্ধাদের নাম কীভাবে ঢুকলো এখানে, এটার তদন্ত আমরা করছি। কালকে ওই তদন্ত রিপোর্ট আপনারা জানতে পারবেন।’
এসময় তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম রাখায় রাজাকারের তালিকা নিয়ে সারা দেশে বিতর্কিত হয়েছে। এক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে পর্যালোচনা ও গবেষণার প্রয়োজন ছিল। সতর্কভাবে তালিকার কাজ করলে এতো সমস্যা হতো না।
কালের আলো/এমএম/এডিবি