এবারও ফিফা’র বর্ষসেরা দল বেলজিয়াম, ব্রাজিল ৩ আর্জেন্টিনা ৯

প্রকাশিতঃ 3:57 pm | December 20, 2019

কালের আলো ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে বেলজিয়াম। বাংলাদেশ অবস্থান আগের মতোই ১৮৭ নম্বরে।

২০২০ সালের ইউরো নিশ্চিতের পথে রবার্তো মার্তিনেজের দল তাদের ১০টি আন্তর্জাতিক ম্যাচের সবগুলোই জিতেছে। এর স্বীকৃতিতে শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করবে বেলজিয়ানরা। গত অক্টোবরে সান মারিনোকে হারিয়ে সবার আগে ইউরোর মূল পর্বের টিকিট কেটেছিল তারা।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বছর শেষ করবে দ্বিতীয় স্থানে থেকে। সেরা পাঁচে তৃতীয় ব্রাজিল, ইংল্যান্ড চতুর্থ আর পঞ্চম স্থানে উরুগুয়ে। বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া ও নেশনস লিগ ফাইনাল জয়ী পর্তুগালের সঙ্গে শীর্ষ দশে আছে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এই বছর সবচেয়ে বেশি ধাপ এগোনো দল কাতার (৫৫), সারা বছরে ১৩৮ র‌্যাংকিং পয়েন্ট অর্জন করেছে। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা ফেব্রুয়ারিতে ৩৮ ধাপ এগিয়ে যায়।

নতুন দশকের প্রথম ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

র‌্যাংকিং দেখতে এখানে ক্লিক করুন:

কালের আলো/এমএম/এডিবি