নেত্রীর মতই ব্যক্তিত্বসম্পন্ন ‘রানিংমেট’ চায় আওয়ামী লীগের তৃণমূল
প্রকাশিতঃ 8:48 pm | December 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করে দিক-নির্দেশনামুলক বক্তব্য রেখেছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি সম্মেলন উদ্বোধন করেন।
শীতের জবুথবু ভাব মাড়িয়ে সম্মেলনকে ঘিরে বর্ণিল পোশাক আর ব্যানার-ফেস্টুন নিয়ে সকাল থেকেই গোটা দেশের লাখো নেতা-কর্মী হাজির হয়েছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কানায় কানায় ভরে উঠেছিল এ উদ্যানের মাঠ।
শনিবার (২১ ডিসেম্বর) সম্মেলনে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সাধারণত কাউন্সিলররা কমিটি গঠনের ভার দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেন। এবারও তাঁর ব্যতিক্রম হবে না। সভাপতি হিসেবে আবারও শেখ হাসিনাকেই চান সারাদেশ থেকে আসা দলটির লাখ লাখ নেতা-কর্মী।
তবে সাধারণ সম্পাদক পদে আবারও কী ওবায়দুল কাদেরই থাকছেন না কী নতুন মুখ আসছে এ নিয়েও জল্পনা চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে। তবে সবার প্রত্যাশা- নেত্রী যে সিদ্ধান্ত নিবেন সেটাই শিরোধার্য। তবে তারা চান, শেখ হাসিনার রানিংমেট যিনি হবেন তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর মতোই ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কালের আলো’র সঙ্গে আলাপকালে নিজেদের এমন মন্তব্য জানান দলটির তৃণমূলের নেতা-কর্মীরা।
সম্মেলনে আসা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের দু:সময়ের সভাপতি মজিবুর রহমান খান কালের আলোকে বলেন, ‘নেত্রীর ক্যারিশম্যাটিক নেতৃত্বগুণ অতুলনীয়। তিনি চাইলেই যেকোনো আন্দোলনকে বুদ্ধিবৃত্তিক উপায়ে থামিয়ে দিতে পারেন।
আবার আন্দোলনকে জমিয়েও দিতে পারেন। বঙ্গবন্ধুর পর নেত্রীর জন্যই তৃণমূলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের রাজনীতি করেন।
নেত্রীকে ছাড়া তারা কিছুই বুঝেন না। আমি মনে করি যিনি এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবেন তিনি হবেন নেত্রীর মতোই ডায়নামিক এবং ব্যক্তিত্বসম্পন্ন। আমাদের প্রত্যাশা এমনই।’
সিরাজগঞ্জ থেকে আসা নৌকার কর্মী আব্দুল হালিম কালের আলোকে বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছেন মমতাময়ী নেত্রী শেখ হাসিনা। তাকে হৃদয়ে লালন করেই আমরা আওয়ামী লীগ করি।
নেত্রী যেমন তৃণমূলকে মূল্যায়ন করেন তেমনি সাধারণ সম্পাদক যিনি হবেন তাকেও নেত্রীর মতোই হতে হবে। তৃণমূলকে আপন করে নেওয়ার গুণাগুণ তাঁর মধ্যে না থাকলে দল দুর্বল হবে।’
সিলেট থেকে আসা সাবেক একজন ছাত্রনেতা কালের আলোকে বলেন, ‘আমাদের ধারণা ওবায়দুল কাদেরকেই নেত্রী আরেক টার্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখবেন।
কারণ, এই মুহুর্তে তার সঙ্গে যোগ্যতার মাপকাঠিতে তেমন গ্রহণযোগ্য কোন প্রতিদ্বন্দ্বী নেই। মন্ত্রীত্ব সামলে দলকেও সাংগঠনিকভাবে চাঙ্গা রেখেছেন তিনি। আওয়ামী লীগের মতো প্রাচীন রাজনৈতিক দলটির সাধারণ সম্পাদক পদে তাকেই মানায়।’
এদিকে, সম্মেলনকে ঘিরে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠে রাজধানী।
সম্মেলন শুরু হওয়ার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে শাহবাগ মোড়, রমনা পার্কের ভেতর, হাইকোর্টের মোড়, দোয়েল চত্বর ও টিএসসি এলাকাতেও বিশাল জনারণ্য তৈরি হয়। সবার মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
কালের আলো/এমএইচ/এমএএএমকে