মেয়র প্রার্থী হেলেনা জাহাঙ্গীর, বড় ‘ভুল’ পোস্টারেই!

প্রকাশিতঃ 1:53 pm | December 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

তিনি মেয়র প্রার্থী হয়েছেন। রাজধানীর বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে তার ছবি সম্বলিত পোস্টার। কিন্তু এই পোস্টারেই বড় ভুল ধরা পড়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলেও পোস্টারে লেখা হয়েছে ‘ডিসিসি (উত্তর) এর মেয়র হিসেবে সিস্টার হেলেনা জাহাঙ্গীর’।

ফলে যেখানে তিনি মনোনয়ন চাচ্ছেন সেখানকার সিটি করপোরেশনের নামের বেলাতেই এতো বড় ভুল নিয়ে অনেকেই হাসাহাসি করছেন। অনেকেই বিষয়টিকে দৃশ্যদূষণের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ বলছেন, প্রার্থী ডিএনসিসি না কী ডিএসসিসি থেকে নির্বাচন করবেন এ বিষয়ে নিজেই সন্দিহান। পোস্টারই তার প্রমাণ।

তবে যে ভক্ত-শুভাকাঙ্খী এমন পোস্টার সাঁটিয়েছেন তাকে ‘অনভিজ্ঞ’ বলেছেন হেলেনা জাহাঙ্গীর নিজেও।

এমনকি মেয়র পদে এফবিসিসিআই’র এ পরিচালক ডিএনসিসির বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই মনেপ্রাণে সমর্থন করবেন বলেও দাবি করেছেন।

তবে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের উৎসাহেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন বিষয়টিও আঁচ করা গেছে তাঁর জবানীতে। 

হেলেনা জাহাঙ্গীর বলেছেন, ‘আমি গুলশান সোসাইটির মেম্বার। আমার টিভিতে এক টকশোতে এমপি ফারুক খান ভাই বলেছেন, গুলশান-বনানীকে সাজাতে তিনি আতিক ভাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। আতিক ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দেননি।’ 

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়াসহ বিভিন্ন পয়েন্টে নিজের ভুল পোস্টার প্রসঙ্গে রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১২ টার দিকে হেলেনা জাহাঙ্গীরের দৃষ্টি আকর্ষণ করা হলে কালের আলো’র সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মানোয়নপত্র বাছাই ২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত।

সূত্র জানায়, এ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তোড়জোড় শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত এ নির্বাচনে মেয়র আতিকুল ইসলামের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক সূত্র।

সূত্রটির মতে, উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে মাত্র এক বছর সময় পেয়েছেন আতিকুল ইসলাম। কাজে কর্মে নিজেকে সক্রিয় রেখেছেন দিন-রাত। ভুল হলে স্বীকার করেছেন। উত্তরণে ‘সময়’ চেয়েছেন। তাকে নিয়ে নগরবাসীর ভাবনাও ইতিবাচক।

একই সূত্রের ভাষ্যমতে, সাফল্য-ব্যর্থতার ব্যবচ্ছেদ করতে এক বছর যথেষ্ট না হওয়ার বিষয়টি মাথায় রেখে তাকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। সম্প্রতি সংসদে এক বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘আমার’ মেয়র হিসেবে অভিহিত করেন। এ শব্দটি মেয়র আতিকের প্রতি নেত্রীর প্রগাঢ় স্নেহের বহি:প্রকাশ, মত দলীয় নেতা-কর্মী-সমর্থকদের।

মনোনয়ন প্রত্যাশী হেলেনা জাহাঙ্গীর নিজেও মেয়র আতিককেই সমর্থন করবেন বলে জানিয়েছেন কালের আলোকে। তিনি বলেন, ‘আমি অলওয়েজ আতিক ভাইকে সাপোর্ট করি। আতিক ভাই আমাদেরই লোক। আগেরবার আনিস ভাইকে সমর্থন করেছিলাম। তখন আমি ইলেকশন করি নাই।

আমি আতিক ভাইকে মনেপ্রাণে সমর্থন করি। তাঁর মতো মানুষ হয় না। ওইদিনও বঙ্গভবনে দেখা হয়েছে। আমাদের ভাই-বোনের রিলেশন, যেহেতু তিনি আমাদের নেতা।’

‘আমি এমপি, মিনিস্টার বা মেয়র হওয়ার জন্য কাজ করি না। আমি প্রধানমন্ত্রীকে আইডল মনে করে কাজ করছি। নেত্রীর পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করে চলেছি। তিনি মনে করলে আমি প্রার্থী’ যোগ করেন হেলেনা জাহাঙ্গীর।

কালের আলো/এনএল/এএ