টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ 3:38 pm | December 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ রুবেল (২২) নামে একজন ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকায় এ বন্দুযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকা দিয়ে মাদক ও ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদে র‌্যাব-১৫ এর একটি বিশেষ টহল দল সেখানে যায়। এ সময় মাদক ব্যাবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ৪/৫ জন মাদক ব্যবসায়ী গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে র‌্যাব।

পরে তাকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব জানায়, গত ১ ডিসেম্বর হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমার মংডু মাংগালা পাড়ার আবুল কালামকে আটক করা হয়ছিল। এ ইয়াবার মালিক ছিল রুবেল। সেই মামলায় তাকে পলাতক আসামিও করা হয়েছিল। এছাড়াও তিনি রোহিঙ্গা অস্ত্রধারী গ্রুপের একজন সক্রিয় সদস্য।

কালের আলো/এমএম/এডিবি