মারা গেলেন বাসচাপায় পা হারানো ময়মনসিংহের রোজিনা

প্রকাশিতঃ 9:40 am | April 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা (২১) আক্তার মারা গেছেন।

রোববার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান।  ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মীর কাজ করছিলেন তিনি। রোজিনার বাড়ি ময়মনসিংহের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামে।

গত ২০ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় রোজিনার।

জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দুই দফা অস্ত্রোপচার করে তার ডান পা উরুর গোড়া থেকে ফেলে দিতে বাধ্য হন চিকিৎসকরা।

পরে অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। কিন্তু সেখানেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে থাকা ১০ সদস্যের পরিবারটি চলতো রোজিনার উপার্জনেই

কালের আলো/ওএইচ