ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন ড. গাজী হাসান কামাল
প্রকাশিতঃ 12:06 am | December 29, 2017
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদশেক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ তম ব্যাচের ড. গাজী হাসান কামাল এ অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে এ কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এ শিক্ষক বলেন, আমার জন্য এটি ভীষণ সম্মানের। আমার জীবনের অসাধারণ এক প্রাপ্তি এ দায়িত্ব। আমি সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি।এ পদেও তাই করবো।
এর আগে চলতি বছরের ২৮ আগস্ট দেশের ১১ তম শিক্ষা বোর্ড হিসেবে যাত্রা করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। নতুন এ বোর্ড ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের কাজ পরিচালনা করবে।
২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলা নিয়ে ‘ময়মনসিংহ’ বিভাগ গঠনের গেজেট জারি করে সরকার।
এ বিভাগের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৬০৬ জন। মূলত এরই ধারাবাহিকতায় এবার যাত্রা শুরু করছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
প্রফেসর ড.গাজী হাসান কামাল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতারা অভিনন্দন জানিয়েছেন।