চৌগাছায় বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে
প্রকাশিতঃ 3:40 pm | December 25, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যশোরের চৌগাছায় মা-বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহির উদ্দিন (৫৮) ও আয়না বেগম (৫০)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানায়, সকালে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে মিলন হোসেনের। ঝগড়ার একপর্যায়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। চিৎকার শুনে প্রতিবেশিরা ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই মিলন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ঘাতক মিলনের প্রতিবেশীরা জানায়, মাদকাসক্ত মিলন প্রায়ই টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। সকালে বাবা-মায়ের সঙ্গে মিলনের বাগবিতণ্ডের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত মহির ও আয়নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
কালের আলো/এসএডি/এডিবি