দৌলতপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: আহত ৫
প্রকাশিতঃ 10:54 pm | April 29, 2018
জালাল উদ্দিন ভিকু, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- সোফাই আহম্মেদ (৫৫), আব্দুল সেক (২২), সরলা বেগম (৩৫), সাইদুর রহমানকে (৩৫)।
রোববার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোফাই আহম্মেদ ও আব্দুল সেক’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
এ বিষয়ে ধামশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী জানান, গত শুক্রবার দৌলতপুর উপজেলার ধামশ্বর মাঠে তুলন্ড কাকরাইদ বনাম ধামশ্বর গ্রামের ছোট ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিলঘুষির ঘটনা ঘটে । পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মিমাংসা করে দেওয়া হয়েছিল ।
আহত সাইদুর রহমান বলেন, শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র কিলঘুষির ঘটনার ব্যাপারটি বিচার-সালিশে মিমাংশা হয় । কিন্তু প্রতিপক্ষের লোকজন বিচার মানলেও তারা গোপনে হামলার প্রস্তুতি নিয়ে রাখে । সেই জের ধরে রাখে আমি ও সোফাই আহম্মেদ এবং আব্দুল সেক বিকেলে ধামশ্বর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাদল মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আমাদের উপর স্থানীয় বিএনপি নেতা সিহাব উদ্দিন, বাবু, ওহাব, রাসেল, রহিজ ডাক্তারের নেতৃত্বে চাপাতি, ছোড়া, ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে ।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, ধামশ্বর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে । খবর পাওয়ার সাথে সাথে দৌলতপুর হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে । সোফাই আহম্মেদ ও আব্দুল সেককে ঢাকা রের্ফার করা হয়েছে । এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
কালের আলো/প্রতিনিধি/ওএইচ