দৌলতপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলায় আওয়ামী লীগ নেতা নিহত: আটক ২
প্রকাশিতঃ 11:48 pm | April 29, 2018
জালাল উদ্দিন ভিকু, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকায় ক্রিকেট খেলার জের ধরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফি আহম্মেদ সোফাই (৫৫) নিহত হয়েছেন। এছড়া গুরুতর আহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এদিকে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আ’লীগ নেতা সোফাই (৫৫) মারা গেছে বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মজিবর রহমান । নিহত সোফাই তুলন্ড গ্রামের মৃত-ছলিম উদ্দিনের ছেলে ।
এ বিষয়ে ধামশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী জানান, শুক্রবার দৌলতপুর উপজেলার ধামশ্বর মাঠে তুলন্ড কাকরাইদ বনাম ধামশ্বর গ্রামের ছোট ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে । পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মিমাংসা করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার জেরে রোববার স্থানীয় বিএনপি নেতা সিহাব উদ্দিন, বাবু, ওহাব, রাসেল, রহিজ ডাক্তারের নেতৃত্বে ধারালো দেশী অস্ত্র দিয়ে হামলা চালায় বলে আহতরা জানান ।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, হত্যার সাথে জড়িত কাকরাখি গ্রামের বাবু ও রাসেল নামের দুই জনকে আটক করা হয়েছে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
আরও পড়ুন: দৌলতপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: আহত ৫
কালের আলো/প্রতিনিধি/ওএইচ