গাজীপুরে পলিথিন গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিতঃ 9:08 am | December 30, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় একটি পলিথিনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, কুনিয়া তারগাছ এলাকার একটি পলিথিন ও তুলার টিনশেড গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
তিনি আরও বলেন, আগুনে পাশের একটি বাড়ির কয়েকজন আটকা পড়েছিল। পরে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কালের আলো/এমএম/এডিবি