আজ থেকে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
প্রকাশিতঃ 8:48 am | January 01, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বুধবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০।
বুধবার সকাল ১০টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলা ৩২ একর জমির ওপর নতুন আদলে সাজানো হয়েছে। মেলার মেইন গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে। সঙ্গে থাকছে পদ্মা সেতুর মডেল।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানান, গত বছরের তুলনায় এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে, তবে কমছে স্টল সংখ্যা। ৪শ’ ৮৩টি স্টল এবার বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ২১টি দেশের ৫৪টি স্টল রয়েছে।
মেলায় খাবারের দাম নিয়ন্ত্রণে এবার নজরদারি করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে, মেলায় পরিবেশ রক্ষায় জোর দেয়ার কথাও জানান মন্ত্রী।
এদিকে, এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটের দাম গত বছরের তুলনায় ১০ টাকা বাড়ানো হয়েছে। গত বছর মেলায় প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ছিল ৩০ টাকা। এবার তা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। তবে, অপ্রাপ্তবয়স্কদের টিকিটের দাম আগের মতোই ২০ টাকা রাখা রয়েছে।
কালের আলো/এসবি/এডিবি