চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ কর্মীমে হত্যা

প্রকাশিতঃ 11:22 am | January 01, 2020

কালের আলো প্রতিবেদক:

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) রাতে বায়েজিদ থানাধীন শেরশাহ মিনার রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহেদ ইকবালের বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে অতর্কিতে এ হামলার ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবলীগ কর্মী রিপনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ সময় রিপনের সঙ্গে আহত যুবলীগ কর্মী আল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজনরা এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/বিআর/এমএম