লক্ষ্মীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ৪

প্রকাশিতঃ 4:50 pm | January 02, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

লক্ষ্মীপুরে চলন্ত পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশ্ববর্তী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের নুরুল আমিনের ছেলে মো. খোরশেদ (৩৫), টুমচর এলাকার শহিদুল হক পাটওয়ারীর ছেলে মো. রফিক (৫৫), আবিরনগরের মজিবুল হকের ছেলে মফিজ উল্যাহ (৫০) ও আবদুল মান্নানের ছেলে আবদুল নূর।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ১৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে একটি ছোট পিকআপ নির্মাণ শ্রমিকদের নিয়ে লক্ষ্মীপুর থেকে ছেড়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় পৌঁছলে এর একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াছি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ১৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন মারা গেছেন। চাকা ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাবদ্ধ খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এমএ/এডিবি