ইমেজ সংকট দূর করে গণপূর্তে গতি ফেরাতে চান প্রধান প্রকৌশলী আশরাফুল
প্রকাশিতঃ 8:26 pm | January 02, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগে চরম ইমেজ সংকটে রয়েছে বাংলাদেশে নির্মাণ অঙ্গনের পথিকৃৎ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর। সরকারের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে ‘টেন্ডার কিং’ জি কে শামীমের গ্রেফতারের পর গণপূর্ত অধিদপ্তরের অনেকের নাম আলোচনায় আসে। তাদের বিরুদ্ধেও উঠে দুর্নীতির অভিযোগ।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ‘ছক’ ব্যর্থ, গণপূর্তে আশরাফুল আলমেই আস্থা প্রধানমন্ত্রীর
কিন্তু নতুন বছরের শুরুতেই গণপূর্ত অধিদপ্তর পেয়েছে নতুন প্রধান প্রকৌশলী। জ্যেষ্ঠতার পাশাপাশি সৎ, দক্ষ ও মেধাবী হিসেবেই বিসিএস গণপূর্ত ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা আশরাফুল আলমকেই গুরুত্বপূর্ণ এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ নিয়েছে সরকার।
তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তিতেই পুরনো সব গ্লানিকে বিদায় জানিয়ে নতুন দিনের নতুন সূর্যের আভায় ঘুরে দাঁড়াতে চায় দেশের নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবরকমের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণের অগ্রদূত এ প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে গণপূর্ত অধিদপ্তর নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের গাইড লাইনে সবাইকে সঙ্গে নিয়ে ইমেজ সংকট দূর করতে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন অধিদপ্তরটির নতুন প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।
একই সঙ্গে অধিদপ্তরটির কাজের ক্ষেত্রে গতি আনতেও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কথাও স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে কালের আলো’র সঙ্গে আলাপে নিজের এমন মিশন-ভিশনের কথা জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।
আগামীকাল শুক্রবার (০৩ জানুয়ারি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণপূর্ত অধিদপ্তরকে ঢেলে সাজানোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন এ প্রধান প্রকৌশলী।
সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদটি সরকারের গ্রেড-১ পদ। এ পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণত ব্যাচের মেধাতালিকা অনুযায়ী গুরুত্ব পায়। এছাড়া এই পদে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা, মেধা ও দক্ষতা বিবেচনা করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ও রয়েছে।
ফলে সবদিক থেকে যোগ্য কেউ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে আসবেন এমন প্রত্যাশায় গত কয়েক সপ্তাহ সরগরম ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরসহ সংস্থাটির সব দপ্তর।
পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে জেষ্ঠতা লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। ফলশ্রুতিতে জ্যেষ্ঠতা, মেধা ও দক্ষতায় এগিয়ে থাকা রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করে সরকার।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা: সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করা হয়। পরে সেদিনই আশরাফুল আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করেন এবং বিকেলে সেগুনবাগিচার পূর্তভবনে বিদায়ী প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বগুড়ার সন্তান আশরাফুল আলম ১৫ তম বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারের মেধাতালিকায় প্রথম হিসেবে ১৯৯৫ সালে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শেরেবাংলানগর-১ এর নির্বাহী প্রকৌশলী ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
দেশের অন্যতম প্রধান প্রকৌশল সংস্থার প্রধানের চেয়ারে আশরাফুল আলম বসতে যাচ্ছেন এ খবর আগেভাগেই জানাজানি হওয়ায় অধিদপ্তরটির ভেতরে-বাইরে ঘাপটি মেরে থাকা একটি শক্ত সিন্ডিকেট নানামুখী কূটকৌশল গ্রহণ করে। তাদের ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ নীতি শেষতক বুমেরাং হয়ে যায়। ঝানু কর্মকর্তা আশরাফুল আলমের হাতেই এ অধিদপ্তরের দায়িত্বভার তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আশরাফুল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ ধরেই নিজের কাজের পরিকল্পনা সাজিয়েছেন তিনি।
কালের আলো’র সঙ্গে আলাপে দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরেছেন এ প্রধান প্রকৌশলী। তিনি বলেছেন, ‘গণপূর্ত অধিদপ্তরে কোনভাবেই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’।
আশরাফুল আলম বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের অনুসন্ধান ও মূল্যায়ন কমিটি সারাদেশে চলমান কাজ মনিটর করবে। পরে আমার কাছে রিপোর্ট উপস্থাপন করবে। যেখানে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তদন্তে সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইমেজ সংকট কাটিয়ে গণপূর্ত অধিদপ্তর ঘুরে দাঁড়াবে জানিয়ে আশরাফুল আলম বলেন, ‘ইমেজ সংকট কাটাতে আমরা আগামী সপ্তাহেই একাধিক কমিটি গ্রহণ করবো। স্থবির হয়ে থাকা উন্নয়ন প্রকল্পে গতি ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।’
কালের আলো/সিএইচ/এমএএএমকে