‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে গণপূর্ত অধিদপ্তর নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে’
প্রকাশিতঃ 9:04 pm | January 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়তে গণপূর্ত অধিদপ্তর শতভাগ নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন অধিদপ্তরটির নতুন প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।
আরও পড়ুন: ইমেজ সংকট দূর করে গণপূর্তে গতি ফেরাতে চান প্রধান প্রকৌশলী আশরাফুল
তিনি বলেছেন, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশপ্রেমের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের অনন্য এক উদাহরণ হয়ে উঠেছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর কেবল স্বপ্ন নয়, এখন তা এক বিমূর্ত সত্য’ মন্তব্য করে গণপূর্ত অধিদপ্তরের এ প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।
চলতি বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ দেশ। আর এ উন্নত সমৃদ্ধ দেশ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় আত্ননিয়োগ করতে হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ‘ছক’ ব্যর্থ, গণপূর্তে আশরাফুল আলমেই আস্থা প্রধানমন্ত্রীর

শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো শেষে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এমন আহ্বান জানান।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নতুন প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সঙ্গে ছিলেন গণর্পূত ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: মঈনুল ইসলাম, ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন আহাম্মদ, গণর্পূত ই/এম পি.এন্ড.ডি জোন ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম.এইচ.এম শফিকুল ইসলাম, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নাছিম খান, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়ের, একই জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান ও নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস।
অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের সঙ্গে নিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি করা ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।
এর আগে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা: সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস গণপূর্ত ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা ও রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আশরাফুল আলমকে অধিদপ্তরটির প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
তিনি দেশের নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবরকমের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণের অগ্রদূত এই সংস্থার স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
কালের আলো/সিএইচ/এমএ