সাটুরিয়ায় ঝোপে মিলল নবজাতকের মরদেহ
প্রকাশিতঃ 7:14 pm | May 02, 2018
মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে নয়াডিঙ্গী-রাজিবপুর সংযোগ সড়কের পাইকপাড়া এলাকায় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এদিকে নবজাতকের মরদেহটি একনজর দেখতে ভীড় জমায় আশেপাশের বিভিন্ন এলাকায় লোকজন।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, বাজারের ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে ওই মরদেহটি ছিলো। কুকুর ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করলে ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহটি দেখতে পাওয়া যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কালের আলো/ভিকু/ওএইচ