চট্টগ্রামে ইয়াবাসহ ঘানা ও বাংলাদেশের তিন ফুটবলার আটক

প্রকাশিতঃ 10:05 pm | January 04, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ ঘানার দুই ফুটবলার ফ্রাঙ্ক ও রিচার্ড এবং বাংলাদেশি ফুটবলার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাসি চালিয়ে ঘানার দুই ফুটবলারকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানায়, ঢাকার মাসুদের জন্য এসব ইয়াবা নেওয়া হচ্ছিলো। তারপর তাঁদের মাধ্যমে ফাঁদ পেতে ঢাকা থেকে আটক করা হয় মাসুদকে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই দুই বিদেশি নাগরিককে আটক করা হয়। মামলা শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ/এডিবি