আবারো বেড়েছে পেঁয়াজের দাম
প্রকাশিতঃ 9:42 am | January 05, 2020

নিজস্ব প্রতিবেদক কালের আলো:
আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। একশ’ থেকে ১১০ টাকা কেজি দরের দেশি নতুন পেঁয়াজ শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে।
অন্যদিকে একদিনের ব্যবধানে দেশের প্রধান পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। আড়তদাররা বলছেন, আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে।
খাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। একদিন আগে প্রতি কেজির দাম ছিল ১৩০ টাকা।
এছাড়া চীনা পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। মিশর ও তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ ও ১২০ টাকায়। ব্যবসায়ী ও আড়তদাররা কারন হিসেবে বলছেন সরবারহ কমে যাওয়ার কথা।
রাজধানীর শ্যামবাজারের আমদানিকারকরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে। বৃষ্টির কারণে গত দুদিন কৃষক মাঠ থেকে পেঁয়াজ তুলতে পারেননি। অপরদিকে পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় আমদানি করা পেঁয়াজের সরবরাহ কমে গেছে, লোকসানের ভয়ে অনেকেই এখন আর পেঁয়াজ আমদানি করছেন না। তাই সরবরাহ কমে গিয়ে চাহিদা ও দাম বেড়েছে।
কালের আলো/এসএস/এডিবি