ফরিদপুরের মল্লিকপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
প্রকাশিতঃ 9:27 am | January 06, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফরিদপুরে মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জননিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন।
সোমবার (০৬ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালের আলো/এফআর/এডিবি