পাঁচ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ হবে চলতি বছরেই
প্রকাশিতঃ 1:18 pm | January 07, 2020
নিউজ ডেস্ক:
চলতি বছরেই নতুন করে অন্তত পাঁচ হাজার ডাক্তার এবং ১৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর ন্যাশনাল নিউরো সায়েন্সেস হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।
নিউরো সায়েন্সেস হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশের মধ্যে একটি। চিকিৎসা ক্ষেত্রে এটি এক বিরাট অর্জন বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের আট বিভাগে আটটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। এবছরই দেশের সব হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫০টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্ট্রোক চিকিৎসায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালেয়েশিয়াসহ বিশ্বের আর কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই। সুতরাং সরকারের এই মহতি উদ্যোগকে সবাই মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পদায়ন করা গেলে জেলা পর্যায় থেকে ঢাকায় আসা রোগীদের চাপ আরও কমে যেতে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএস/এডিবি