ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৬ জনের নামে মামলা

প্রকাশিতঃ 3:16 pm | May 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। একাত্তরে সহদোর দুই ভাই অরফুজ আলী এবং হযরত আলীকে জবাই করে হত্যা ও লুন্ঠনের অভিযোগে এ মামলা দায়ের করেন তাদের আপন বোন।

বৃহস্পতিবার (৩ মে) ময়মনসিংহ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে, শহীদ অরফুজ আলী এবং শহীদ হযরত আলীর আপন বোন সাহেরা খাতুর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, মোঃ মেসর উদ্দিন, গিয়াস উদ্দিন, শরাফ উদ্দিন, হাসান আলী, দুলাল ও ছিদ্দিকুর রহমান। এরা সবাই সদর উপজেলার রাজগঞ্জ ও রাঘবপুর গ্রামের বাসিন্দা।

মামলা নথিসূত্রে জানা যায়, ১৯৭১ সনের ৩০ নভেম্বর স্থানীয় মুসলিম লীগ ও রাজাকার আলবদর বাহিনীর নেতা ও সদস্যরা উল্লেখিত আসামিসহ অজ্ঞাত আরও ১৫/২০ জন রাজাকার রাজগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধাদের সহযোগী ২ ভাই অরফুজ আলী এবং হযরত আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে রাস্তার পাশে জবাই করে হত্যা করার পর লাশ পাশ্ববর্তী ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেয়।

মামলায় আরো উল্লেখ্য করা হয়, উক্ত আসামীগণ স্থানীয় ভাবে প্রভাবশালী থাকায় এতদিন ভয়ে মামলা করতে পারেননি বাদী। বাদীর জবানবন্দী গ্রহণ করেন বিচারক।

বাদী পক্ষের আইনজীবী এড. নজরুল ইসলাম চুন্নু এ বিষয়ে বলেন, ‘১৯৭১ সালের দেশবিরোধী কর্মকান্ড ও নিজের ভাইদের হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তাদের বোন। স্থানীয়রা প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ে মামলা না করলেও এখন বিচারের আশায় মামলা করেছেন।’

 

কালের আলো/ওএইচ