মালিবাগ মোড়ে বাসের চাকায় থেঁতলে গেলো নারীর পা
প্রকাশিতঃ 9:43 pm | May 04, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মালিবাগ মোড়ে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ডান পায়ের পাতা থেঁতলে গেছে নিলুফা বেগম (৪০) নামে এক গৃহবধুর।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (নিটোর) পাঠানো হয়।
আহত নিলুফাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জামশেদ আল মাইন বলেন, ‘আমি রিকশা নিয়ে মালিবাগ মোড়ে যাচ্ছিলাম। মালিবাগ মোড়ের কিছু দূর থেকে দেখি মগবাজারগামী ৬ নম্বর পরিবহনের একটি বাস থেকে নামতে গিয়ে ওই নারী পড়ে যান। এ সময় বাসের পেছনের চাকায় তার পা চাপা পড়ে।’
খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসে নিলুফা বেগমের ছেলে আশিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আদাবর ৬ নম্বরের একটি বাসায় ভাড়া থাকি। আমার মা আদাবরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। জরুরি কাজে মা মালিবাগে গিয়েছিলেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসরাফ কবির জানান, নিলুফার পায়ের এক্সরে করতে দেওয়া হয়েছে। পায়ের আঙুল কাটা পড়তে পারে। তবে এক্স-রে রিপোর্ট দেখার পর তা বোঝা যাবে। ওই নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের আলো/এসএ