সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে মশাল মিছিল
প্রকাশিতঃ 7:46 am | May 05, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মশাল মিছিল করা হয়েছে।
শুক্রবার (৪ মে) সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে এ মশাল মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে আবার শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে প্রায় দুইশত শিক্ষার্থী মশাল হাতে অংশ নেন ৷
সমাবেশে বক্তারা বলেন, ২০০৮ সালে মাস্টার ডিগ্রি পরীক্ষায় সেশনজট ছিল প্রায় দুই বছর ৷ এছাড়াও ২০০৯ সালে সালের মাস্টার ডিগ্রি পরীক্ষার ফাইনাল পরীক্ষায় সেশনজট ছিল তিন বছর ৷ এছাড়াও গত পাঁচ বছরে গড়ে সেশনজট ছিল তিন বছর করে ৷ অন্যদিকে, আমাদের দেশের জনগণের গড় আয়ু আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ রয়েছে গেছে ৷ আমরা সরকারের কাছে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি ৷
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক আল আমিন রাজু বলেন,’ আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছি ৷ কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাইনি ৷ তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আজকের কর্মসূচি হিসেবে মশাল মিছিল করেছি।
কালের আলো/এসএ