১১ জানুয়ারি শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিতঃ 4:39 pm | January 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সারাদেশে আগামী ১১ জানুয়ারি ছয় মাস বয়স থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সিটি নির্বাচন এবং ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে। ছয় মাস বয়স থেকে ৫৯ মাস (দুই বছর) বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার আহবান জানান তিনি।

কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

কালের আলো/এমএম/এডিবি