বাণিজ্যমেলায় ফ্রুটিকার প্যাভিলিয়নের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিতঃ 10:10 pm | January 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার প্যাভিলিয়নে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের শুরু হয়। কয়েকজন আটকা পড়লেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্তত একজনকে প্যাভিলিয়নের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নামতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর চেষ্টার সময় চারপাশে ভিড় করে হাজারও দশনার্থী।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগে। এরপর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।
কালের আলো/এমএম/এডিবি