সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

প্রকাশিতঃ 10:38 am | January 11, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও তাঁর আত্মীয় শহীদুল ইসলাম। আলমগীর হোসেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ছুটি কাটিয়ে কুমিল্লার বুড়িচংয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে ফৌজদারহাট এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত ছিলেন।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালের আলো/এসবি/এডিবি