বরিশাল থেকে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত
প্রকাশিতঃ 8:50 am | January 13, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঘন কুয়াশার কারণে মেঘনায় বরিশাল থেকে ঢাকাগামী দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন।
রবিবার (১২ জানুয়ারি) দিনগতরাত দেড়টার দিকে মাঝেরচর এলাকায় কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কীর্তনখোলা লঞ্চটি বরিশাল নদীবন্দর থেকে এবং ভান্ডারিয়ার হুলারহাট থেকে ফারহান লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ফারহান লঞ্চটির কোনো রাডার না থাকায় ঘন কুয়াশার মধ্যে কীর্তনখোলা লঞ্চটির মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে কীর্তনখোলা লঞ্চের এক শিশু ও বৃদ্ধ নিহত হয়।
এছাড়া উভয় লঞ্চের কমপক্ষে আট যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কালের আলো/এসভি/এডিবি