যশোরে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:50 am | January 13, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ।
পুলিশ জানিয়েছেন, কয়েকজন সন্দেহভাজন গরুচোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর গোয়াল ঘরে যান। সেখান থেকে গরু চুরি করে পালানোর সময় মালিক টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী তাঁদের ধাওয়া দেয়। এসময় মসজিদের মাইক থেকে গরুচোরদের ধরতে ঘোষণাও দেওয়া হয়। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া দিয়ে প্রেমবাগের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরুচোরদের ধরে ফেলেন এলাকাবাসী।
পরে ওই তিনজনকে পিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়াও চুরি হওয়া গরু তিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কালের আলো/এমএম/এডিবি