ময়মনসিংহে পিএসসিতে পাসের হার ৯২.৩২, ইবতেদায়িতে ৯০.২১
প্রকাশিতঃ 5:22 pm | December 30, 2017
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ ও ইবতেদায়িতে পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ।
শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলার সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩ হাজার ৪৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮৩২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৩ হাজার ৫৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২৪ জন। পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।
ইবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ২৩৪ জন। পাস করেছে ৫ হাজার ১৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ।