স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের সাক্ষাতকার কালের আলোতে

প্রকাশিতঃ 11:44 am | January 19, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

‘লালন তীর্থ’ হিসেবে পরিচিত কুষ্টিয়ার বাসিন্দা তিনি। সৎ, নির্ভীক, দক্ষ, সাহসী, ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। নিজের প্রতিটি কর্মস্থলে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সেই গতিধারায় এখন সামলাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তিনি এই বিভাগের সচিব মো.শহিদুজ্জামান।

আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট, বিশ্বমানের সক্ষমতার উদ্যোগ ফায়ার সার্ভিসের

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এ সদস্য গত বছরের ১৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন। এরপর একই বছরের পহেলা আগস্ট ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পান।

শওকত আলী-মিসেস রিজিয়া খাতুন দম্পত্তির এ সন্তান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ছিলেন। পালন করেন বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব। ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ধর্ম ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ঠাঁকুরগাঁও’র জেলা প্রশাসক (ডিসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিবসহ নানা দায়িত্বে।

নিজের মেধা ও দক্ষতার সমন্বয়ে প্রতিটি কর্মস্থলেই নজর কেড়েছেন। সম্প্রতি এক দুপুরে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এ সচিব কথা বলেন অনলাইন গণমাধ্যম কালের আলো.কম’র সঙ্গে।

নিজের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার সমন্বয়ে কার্যকর নেতৃত্বের মহিমা ও ক্যারিশমায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে ঢেলে সাজাচ্ছেন। তিনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে।

দেশের উন্নয়নের চাকা গতিশীল করার মাধ্যমে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন সোনার বাংলা তথা উন্নত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান কালের আলো’র সঙ্গে কথা বলেন বন্দিশালার পরিবর্তে দেশের ৬৮ টি কারাগারকে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের পদক্ষেপ, বর্তমান বিশ্বে প্রচলিত সর্বাধুনিক ইলেকট্রনিক পাসপোর্টের যুগে বাংলাদেশের প্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম, ফায়ার সার্ভিসের বিশ্বমানের সক্ষমতা বাড়ানোর কার্যকর উদ্যোগসহ নানান বিষয়ে।

ধারাবাহিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এই সচিবের সাক্ষাতকার প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কালের আলো। পাঠক চোখ রাখুন কালের আলো.কম’এ।

কালের আলো/কেএএই/এমএএএমকে