বড়লেখায় একই পরিবারের ৫ জন খুন

প্রকাশিতঃ 11:46 am | January 19, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে একই পরিবারের পাঁচ জন খুন হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে কোন এক সময় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

এদিকে, পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমানও পাঁচ জন খুনের ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

কালের আলো/এবি/এডিবি