সরকারকে আরো বেশি ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিতঃ 11:37 am | January 20, 2020

কালের আলো ডেস্ক:

বেসরকারি খাতে নয় বরং সরকারকে আরও বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যে আগামী ৬ মাসে যেন সরকারের ঋণ ৩৭ দশমিক ৭ শতাংশ বাড়ে, সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ সংগ্রহের পরিমাণ কমায় অর্থবছরের প্রথম ৬ মাসেই ব্যাংক থেকে পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। গত জুলাইয়ে প্রণীত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। যদিও গত ৬ মাসে এ লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ পূরণ হয়েছে।

এদিকে, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সভায় চলতি অর্থবছরের মুদ্রা ও ঋণ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হয়।

কালের আলো/এসএস/এডিবি