বিজিএমইএ ভবন ভাঙা শুরু হচ্ছে আজ

প্রকাশিতঃ 9:23 am | January 22, 2020

কালের আলো ডেস্ক:

অবশেষে হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙা শুরু হচ্ছে আজ বুধবার (২২ জানুয়ারি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন।

তিনি জানান, হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম বুধবার সকাল ১০টায় উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।

বহুল আলোচিত-সমালোচিত এ বহুতল ভবন ভাঙার কাজ পেয়েছে ‘ফোর স্টার’ গ্রুপ। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।

সবশেষ গত বছরের ১২ই এপ্রিলের মধ্যে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দেন সর্বোচ্চ আদালত। এরই পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত ১৬ই এপ্রিল মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। এরপর বিজিএমইএ ভবনে অভিযানে আসে রাজউক।

প্রথম দিনই ভবনে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরিয়ে নিতে সুযোগ দিয়ে পরে ভবনটি সিলগালা করে দেওয়া হয়। এরপরও আরও কয়েক দফা মালামাল সরাতে সুযোগ দেওয়া হয়।

কালের আলো/এমএন/এডিবি