চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিতঃ 6:45 pm | January 22, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে জেলার রহনপুর-আড্ডা মহাসড়কের খোয়াড়মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইয়ুব আলীর ছেলে হাবিবুর (৩৮) এবং সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নওগাঁর দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী গোমস্তাপুর উপজেলার খোয়াড়মোড় এলাকায় একটি চাল ভর্তি ট্রাককে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি পাওয়ারটিলারকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কালের আলো/এসএস/এডিবি