সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
প্রকাশিতঃ 11:47 am | May 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় গ্রিন লাইন ওয়াটার ওয়েজের একটি যাত্রীবাহী লঞ্চ।
যাত্রার পাঁচ মিনিটের মধ্যেই সাব্বির নামের আরেক লঞ্চের সঙ্গে গ্রিন লাইনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়।
আলমগীর কবীর বলেন, গ্রিন লাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। বুড়িগঙ্গা নদীর শ্যামপুরে আসার পর পটুয়াখালী থেকে আসা সাব্বির-২ নামে লঞ্চের সঙ্গে সংঘর্ষে গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়।
সংঘর্ষে এক পুরুষ যাত্রী আহত হয়েছেন। তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর গ্রিন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছেন। এ ঘটনার তদন্ত চলছে।
কালের আলো/এএএস