করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৫
প্রকাশিতঃ 10:23 am | January 24, 2020
কালের আলো ডেস্ক:
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। হুবেই প্রদেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ৮৩০ জন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, এখনো এই ভাইরাসের জন্য আন্তর্জাতিকভাবে জরুরি অবস্থা জারির সময় হয়নি।
হুবেই প্রদেশের উহান ও বেশ কয়েকটি শহরে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণপরিবহণ সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে, ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্তে পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র। আজ থেকে শুরু হওয়া চীনা নববর্ষের সময় পর্যটকদের কারণে এ ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে সৌদি আরবে এক ভারতীয় নার্সের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশ্বের সমস্ত হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া, ভাইরাসটির সংক্রমণ এড়াতে বিশ্বের অনেক দেশেই চীনা নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ঘরানার এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যা থেকে নিউমোনিয়াও হতে পারে।
কালের আলো/এমএম/এডিবি