তারাকান্দায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

প্রকাশিতঃ 4:33 pm | May 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও একজন আহত হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কালের আলো/ওএইচ