করোনাভাইরাস: বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সতর্কতা জারি
প্রকাশিতঃ 9:00 am | January 26, 2020
কালের আলো ডেস্ক:
চীনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্ত দেশগুলো থেকে আসা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষায় সার্বক্ষণিক কাজ করছে মেডিকেল টিম।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সর্তকাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।
গত দুই দিনে বেনাপোল চেকপোস্টে কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশের ২৮ জনকে প্রাথমিক পরীক্ষার পর দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েঠে।
থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোন যন্ত্র না থাকলেও হিলি চেকপোস্টে ভাইরাস সনাক্তকরণের প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন সিভিল সার্জন।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্যারা মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রবিবার থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধায় স্বাস্থ্য বিভাগের কোন তৎপরতা দেখা যায়নি।
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাড়িয়েছে। বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে গেলেও বাংলাদেশে এখনও করোনা ভাইরাস আক্রান্ত কাউকে সনাক্ত করা যায়নি।
কালের আলো/এমএম/এডিবি