করোনাভাইরাস শনাক্ত করতে সকল বন্দরে স্ক্যানার বসানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিতঃ 9:31 am | January 27, 2020
কালের আলো ডেস্ক:
করোনাভাইরাস শনাক্ত করতে দেশের সকল স্থল ও বিমানবন্দরে স্ক্যানার মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব স্থল ও বিমান বন্দরে স্ক্যানার মেশিন বসানো হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ‘চীনের করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে, স্থলবন্দরে এবং বিমানবন্দরগুলোতে ভাইরাস শনাক্ত করতে স্ক্যানার বসানো হয়েছে। এ লক্ষ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে।’
বিদেশি ও বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বসেছে মেডিক্যাল টিম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত চীন থেকে আসা এক হাজার ৭৮৩ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। তবে, করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সিলেট বিমানবন্দরসহ তামাবিল, সুতারকান্দি ও জকিগঞ্জ স্থলবন্দরে সতর্ক অবস্থানে রয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
কয়েকটি ইমিগ্রেশন পয়েন্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও, মৌলভীবাজারের চাতলাপুর, লালমনিরহাটের বুড়িমারি, শেরপুরের নাকুগাঁও, কুমিল্লার বিবিরবাজার, চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী ও পঞ্চগড়ের বাংলাবান্ধায় এখনো বসানো হয়নি মেডিক্যাল টিম।
গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের উহানেই আটকে আছেন প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী। এরই মধ্যে কোনও কোনও শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির দিকে নজর রাখছেন দূতাবাসের কর্মকর্তারা।
ফোনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এই মুহূর্তে দেশটির প্রশাসন ঘরের বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই শিক্ষার্থীরা চাইলেও কোথাও যেতে পারবে না। আর আমাদের দেশের যেসব শিক্ষার্থী আছেন তারা সবাই সুস্থ আছেন। কেউ ভাইরাসে আক্রান্ত হয়নি।’
কালের আলো/এমএম/এডিবি